বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক

 




স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডকে দুটি লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বিশ্বের অন্যতম ধনী এবং যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক বাংলাদেশে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করার অনুমতি পেল।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডকে দুটি লাইসেন্স হস্তান্তর করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টারলিংককে ১০ বছরের জন্য “নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স” ও “রেডিও কমিউনিকেশন অ্যাপারেটাস লাইসেন্স” দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের অনুমোদনক্রমে বিটিআরসি স্টারলিংককে এই দুটি লাইসেন্স প্রদান করে। প্রথম লাইসেন্সটি বিটিআরসির লাইসেন্সিং বিভাগ হস্তান্তর করেছে, যা স্টারলিংককে বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেবে। দ্বিতীয় লাইসেন্সটি দিয়েছে স্পেকট্রাম বিভাগ, যার মাধ্যমে স্টারলিংক অনুমোদিত তরঙ্গ ব্যবহার করে ইন্টারনেট সেবা দিতে পারবে এবং প্রয়োজনীয় বেতার যন্ত্র ও আনুষঙ্গিক উপকরণ আমদানি ও ব্যবহার করতে পারবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গতকাল সোমবার স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেন। পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব প্রথম আলোকে জানান, আগামী মে মাসের মাঝামাঝিতে বাংলাদেশে স্টারলিংকের সেবা চালু হতে পারে।

তিনি আরও জানান, স্টারলিংক স্থানীয় গেটওয়ে ছাড়াই সেবা চালুর অনুমতির জন্য আবেদন করেছে, যা সরকার ৯০ দিনের জন্য প্রদান করবে। পাশাপাশি তারা সেবার মূল্য নির্ধারণের (ট্যারিফ প্ল্যান) কাজ করছে এবং সে বিষয়ে শিগগিরই বিটিআরসিতে আবেদন করবে।

আরও সংক্ষেপে চাইলে জানাতে পারেন।

কুকুরের মাংস বিক্রির অভিযোগ গাজীপুরে |

 এমতাবস্থায় প্রতিবেশীদের ধারণা, কুকুরের মাংস জবাই করে খাবার হোটেলে বিক্রি করেন বাবুর চেয়ে রফিকুল ইসলাম. ... যে খবর পেয়েছি যে হোটেলে এই কুকুরের মাংস supply দেয়. এটা কতটুকু সত্য মিথ্যা. আসলে আরো সময়ের প্রয়োজন ...

যাত্রী কল্যাণ সমিতি মার্চে সড়ক দুর্ঘটনায় ৬১২ জন নিহত

মার্চ মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৬১২ জন নিহত ও ১ হাজার ২৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এ সময় রেলপথে ৪০টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। সড়ক, রেল ও নৌপথে মোট ৬৪১টি দুর্ঘটনায় ৬৬৪ জন নিহত এবং ১ হাজার ২৫৩ জন আহত হয়েছেন। গতকাল সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সাভারে স্ত্রীকে হত্যা করে ৯৯৯-এ কল দিলো স্বামী

 

সাভারের তেঁতুলঝোড়া এলাকায় স্ত্রীকে হত্যা করে ৯৯৯-এ কল করে পুলিশকে লাশ নিয়ে যেতে বলেছে ঘাতক স্বামী। ঘটনার পর থেকে স্বামী নিজের মোবাইল ফোনটি বন্ধ রেখে পালিয়েছে। গতকাল দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকার ইকবাল হোসেনের চতুর্থ তলা বাড়ির ভাড়াটিয়া সাজ্জাদ হোসেন মানিকের কক্ষে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত কয়েকদিন আগে গার্মেন্টস শ্রমিক সাজ্জাদ হোসেন মানিকের ভাড়া বাসায় বেড়াতে আসেন তার ছোট ভাই ও স্ত্রী। সকালে সাজ্জাদ হোসেন গার্মেন্টস কারখানায় কাজে গেলে বেড়াতে আসা ভাই স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে লাশ নিয়ে যেতে বলেন। খবর পেয়ে দুপুরে সাভার মডেল থানা পুলিশ মানিকের কক্ষ থেকে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিস্তারিত......


একটানা বেড়ে কমলো সোনার দাম

 


একটানা বাড়ানোর পর দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা কমিয়ে  ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছে বাজুস । বিস্তারিত.....





১৮ ঘণ্টায় কী ঘটেছিল, যা ট্রাম্পকে শুল্কনীতি স্থগিত করতে বাধ্য করেছিল


 যুক্তরাষ্ট্র ৯ এপ্রিল হঠাৎ করেই আমদানি পণ্যের ওপর ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল। এতে বন্ডের বাজারে বেজে ওঠে অশনিসংকেত। মার্কিন প্রেসিডেন্টের বৈশ্বিক বাণিজ্যে পরিবর্তনের উদ্যোগ গুরুতর অর্থনৈতিক সংকটের কারণ হতে পারে বলে আশঙ্কা দানা বাঁধতে থাকে।

 

নতুন মার্কিন শুল্কনীতির প্রভাবে এক সপ্তাহের মধ্যে মার্কিন শেয়ারবাজারের এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১২ শতাংশ বাজার মূলধন হারায়। এরপরও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্তাব্যক্তিরা অব্যাহতভাবে বলতে থাকেন, তাঁরা আত্মবিশ্বাসী। তাঁদের বিশ্বাস ছিল, ট্রাম্পের বৈশ্বিক অর্থনীতিতে পরিবর্তন এবং কয়েক দশকের পুরোনো বিশ্বায়ন প্রক্রিয়াকে বাতিল করে দেওয়ার পরিকল্পনা বেশ ভালোভাবে কার্যকর হবে।

হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, মার্কিন শেয়ারবাজার (ওয়াল স্ট্রিট) বুঝতে পারে না, একজন সাধারণ মার্কিন নাগরিক প্রতিদিন কী চান—আর সাধারণ নাগরিকেরা এখনো ট্রাম্পকে সমর্থন দিয়ে যাচ্ছেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ World Vision Job Circular 2025


ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (World Vision Job Circular 2025) নতুন করে আবারও অফিসিয়ালি প্রকাশিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোট ০১ জনকে যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী …

বিস্তারিত পড়ুন…

Catego

হাসাহাসিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা











জাহিদুল ইসলাম

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (২২) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে। ইঙ্গিতপূর্ণ হাসাহাসিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার প্রথম আলোকে এসব  তথ্য জানান। ওসি রাসেল বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বিকেলে ক্যাম্পাসের সামনে ছিল। এ সময় একদল যুবক জাহিদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থী জাহিদুলের মৃত্যুর কারণ জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আল আমিন হোসাইন প্রথম আলোকে বলেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ প্রাথমিকভাবে জানা যায় বিকেলে দুই নারী শিক্ষার্থীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ হাসাহাসির অভিযোগে একদল যুবক তাঁকে ছুরিকাঘাত করেছেন। জাহিদুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। তাঁর বাড়ি ময়মনসিংহে।

জাহিদুলের বন্ধু মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসের সামনে জাহিদুল ও তাঁর দুই বন্ধুকে নিয়ে শিঙাড়া খাচ্ছিলেন। সেখানে আরও দুই নারী শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে ওই দুই নারী শিক্ষার্থীর মনে হয় জাহিদুল ও তাঁর বন্ধুরা তাঁদের নিয়ে হাসাহাসি করছেন। তাঁরা এ বিষয়ে জানতে চাইলে জাহিদুলেরা অস্বীকার করেন। পরে ওই দুই নারী শিক্ষার্থী গিয়ে বহিরাগত তিনজনকে ডেকে আনেন। ওই তিনজন এসে জাহিদুলদের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নজরে আসে। তাঁরা বিষয়টি মিটমাট করে দেন। একপর্যায়ে বহিরাগত ওই তিন যুবক আরও কয়েকজনকে নিয়ে এসে ফটকের বাইরে অবস্থায় নেন। জাহিদুল বিশ্ববিদ্যালয় ফটক থেকে বের হতেই তারাঁ তাঁকে এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে পালিয়ে যায়।


আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামে ঢাকায় চাকরি

 

যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান, ফেমিনিস্ট ইকোনমিকস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় ইকোনমিক ইনক্লুশন অ্যান্ড জাস্টিসে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজারিয়াল বা নেতৃত্বের পর্যায়ে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। মার্কেট অ্যাসেসমেন্ট, জেন্ডার–ট্রান্সফরমেটিভ ভ্যালু চেইন ডেভেলপমেন্ট, জেন্ডার লেন্স ইনভেস্টিং, সোশ্যাল এন্টারপ্রাইজ অ্যান্ড এমএসই ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড টিভিইটি, ফুড সিকিউরিটি অ্যান্ড লাইভলিহুড, ক্যাপাসিটি অ্যাসেসমেন্ট ও ক্যাপাসিটি বিল্ডিংয়ে দক্ষ হতে হবে। পপুলার মোবিলাইজেশন, ফেমিনিস্ট রিসার্চ মেথোডলজি, পলিসি অ্যাডভোকেসি ও ক্যাম্পেইনে অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে।বিস্তারিত ,,,,,

অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (এএনএফআরইএল) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা জানান। আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও প্রতিনিধিদলকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ‍বিস্তারিত দেখুন.....



টনসিলাইটিস কি? এর লক্ষণ কী কী । কেন গলা ব্যথা করে......

 

টনসিলাইটিস কি?

টনসিল হল ডিম্বাকৃতির টিস্যুর (লিম্ফ নোড) দুটি প্যাড যা গলার পিছনে প্রতিটি পাশে অবস্থিত এবং টনসিলের প্রদাহ হল টনসিলাইটিস। টনসিল হল ইমিউন সিস্টেমের প্রথম প্রতিরক্ষা লাইন, যা তাদের সংক্রমণ এবং প্রদাহের জন্য ঝুঁকিপূর্ণ করে তোলে। 

টন্সিলের প্রদাহমূলক ব্যাধি ভাইরাল বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হতে পারে। টনসিলাইটিস সাধারণত 5 থেকে 15 বছর বয়সী শিশুদের প্রভাবিত করে তবে সব বয়সী শিশুদের প্রভাবিত করতে পারে।

টনসিলাইটিস একটি বেদনাদায়ক অবস্থা হতে পারে। নির্ধারিত ওষুধ ছাড়াও, ঘরোয়া প্রতিকারগুলি পরিচালনা করতে সাহায্য করতে পারে টনসিলার ব্যথা এবং আরও ভাল পুনরুদ্ধারে সহায়তা করুন।

টনসিলাইটিসের লক্ষণগুলি কী কী?

স্ফীত টনসিলগুলি ফোলা এবং লালচে দেখায় এবং একটি হলুদ বা সাদা আবরণ দিয়ে আবৃত হতে পারে। অন্যান্য লক্ষণ ও উপসর্গগুলির মধ্যে রয়েছে:

  • স্বরভঙ্গ 
  • খসখসে গলা
  • জ্বর
  • ঘাড়ে বর্ধিত লিম্ফ নোড
  • খারাপ শ্বাস
  • পেট ব্যথা
  • ঘাড় ব্যথা 
  • মাথা ব্যাথা
  • গিলে ফেলা কঠিন বা বেদনাদায়ক
  • drooling 

কখন ডাক্তারের কাছে যেতে হবে?

আপনি বা আপনার সন্তান যদি ব্যথা অনুভব করেন তবে ডাক্তারের সাথে কথা বলুন টন্সিলের প্রদাহমূলক ব্যাধি উপসর্গ যেমন চরম দুর্বলতা, গিলে ফেলার সময় ব্যথা, গলা ব্যথা 24 থেকে 48 ঘন্টার বেশি বা জ্বরের সাথে গলা ব্যথা।

সাক্ষাৎকার লিপিবদ্ধ করুন

অ্যাপয়েন্টমেন্ট বুক করতে 1860-500-1066 নম্বরে কল করুন

টনসিলাইটিসের প্রকারগুলি কী কী?

টনসিলাইটিস তিন প্রকার- তীব্র, পুনরাবৃত্ত এবং দীর্ঘস্থায়ী। 

  • তীব্র টনসিল. টনসিলাইটিসের সবচেয়ে সাধারণ প্রকার হল তীব্র টনসিলাইটিস। লক্ষণগুলি সাধারণত প্রায় তিন দিন বা কখনও কখনও 2 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। 
  • বারবার টনসিলাইটিস। যদি টনসিলাইটিস এক বছরের মধ্যে কয়েকবার দেখা দেয় তবে এটি পুনরাবৃত্ত টনসিলাইটিস হিসাবে নির্ণয় করা যেতে পারে। কিছু সময়ের মধ্যে, সংক্রমণটি অ্যান্টিবায়োটিকের প্রতিক্রিয়া বন্ধ করে দেয় এবং ঘন ঘন ফিরে আসে। 
  • দীর্ঘস্থায়ী টনসিলাইটিস। যদি টনসিলের উপসর্গ দুই সপ্তাহের বেশি স্থায়ী হয়, তাহলে তা দীর্ঘস্থায়ী টনসিলাইটিস হতে পারে। এই ধরনের টনসিলাইটিসের ঝুঁকি বাড়ায় টনসিল পাথর, অর্থাৎ, টনসিলে ক্যালসিফাইড পদার্থের গঠন। 

টনসিলাইটিসের কারণ কী?

আগে যেমনটি উল্লেখ করা হয়েছে যে টন্সিলের প্রদাহমূলক ব্যাধি ভাইরাস এবং ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয়। স্ট্রেপ্টোকক্কাস পাইজেনস হল সবচেয়ে সাধারণ ব্যাকটেরিয়া সৃষ্টিকারী স্ট্রেপ গলা. স্ট্রেপ্টোকোকির অন্যান্য রূপ এবং অন্যান্য ব্যাকটেরিয়াও টনসিল গ্রন্থির প্রদাহ সৃষ্টি করতে পারে।

কিভাবে টনসিলার ব্যথা থেকে তাৎক্ষণিক উপশম পাবেন?

থেকে পুনরুদ্ধার করতে এই হোম কেয়ার চিকিত্সা অনুসরণ করুন টনসিলার ব্যথা:

  • তরল গ্রহণ. ইনফেকশন আপনার গলা শুকিয়ে ফেলতে পারে, তৈরি করে টনসিলার ব্যথা এমনকি আরো অসহ্য। উষ্ণ তরল, যেমন স্যুপ, থাকা গলা হাইড্রেটেড রাখতে সাহায্য করে। 
  • নোনা জলের গার্গেল। প্রশমিত করতে লবণ পানি দিয়ে কয়েকবার গার্গল করুন টনসিলার ব্যথা বা গলার পিছনে সুড়সুড়ির অনুভূতি। দম বন্ধ করার জন্য বাচ্চাদের একজন প্রাপ্তবয়স্কের তত্ত্বাবধানে গার্গল করা উচিত। 
  • আর্দ্রতা বাড়ান। শুষ্ক বায়ু আরও জ্বালাতন করতে পারে a গলা ব্যথা. আপনি বাষ্প শ্বাস নিতে পারেন বা বাষ্পযুক্ত বাথরুমে কিছু সময় বসে থাকতে পারেন। শুষ্ক বাতাসের কারণে গলার অস্বস্তি কমাতে একটি শীতল-এয়ার হিউমিডিফায়ার ব্যবহার করুন, যদি আপনার থাকে।
  • লোজেঞ্জ। গলার লজেঞ্জগুলি অসাড় করতে সাহায্য করে এবং গলা ব্যথাকে প্রশমিত করে। এটি ব্যথা উপশমকারী হিসাবেও কাজ করতে পারে। 
  • খাবার চিবানো সহজ। উপসর্গ কম না হওয়া পর্যন্ত গিলতে সহজ এমন খাবার রাখুন। 
  • আপনার ভয়েস বিশ্রাম: সংক্রমণ টনসিল ফুলে যেতে পারে, কথা বলা কঠিন করে তোলে। কণ্ঠস্বর স্ট্রেন আরও বাড়িয়ে দিতে পারে টনসিলার ব্যথা. কথা বলা এড়াতে এবং কণ্ঠস্বর পুনরুদ্ধার করার জন্য বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
  • মমম

জ্বরের চিকিৎসা করুন। টনসিলাইটিস প্রায়ই হালকা জ্বরের দিকে পরিচালিত করে, যার জন্য চিকিত্সার প্রয়োজন নাও হতে পারে। যাইহোক, উচ্চ জ্বরের চিকিৎসার জন্য কোনো ওষুধ সেবনের আগে একজন ডাক্তারের পরামর্শ অপরিহার্য।

টনসিলার ব্যথার চিকিত্সার বিকল্পগুলি কী কী?

কিছু চিকিত্সা বিকল্প অন্তর্ভুক্ত:

  • অ্যান্টিবায়োটিক। আপনার যদি থাকে তবে আপনার ডাক্তার একটি অ্যান্টিবায়োটিক কোর্স লিখে দেবেন টনসিলার ব্যথা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে। এই অবস্থাকে আরও বাড়তে বা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া রোধ করতে ওষুধের কোর্সটি সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়।

সার্জারি। টনসিলেক্টমি হল টনসিল অপসারণের একটি অস্ত্রোপচার পদ্ধতি যা পুনরাবৃত্ত সংক্রমণ বা ব্যাকটেরিয়াজনিত টনসিলাইটিসের চিকিৎসার জন্য, যা অ্যান্টিবায়োটিক চিকিৎসায় সাড়া দেয় না। টনসিলাইটিস অন্যান্য গুরুতর জটিলতার দিকে নিয়ে গেলে ডাক্তার অস্ত্রোপচারেরও সুপারিশ করতে পারেন।

টনসিলাইটিসের সাথে সম্পর্কিত জটিলতাগুলি কী কী?

ঘন ঘন বা দীর্ঘস্থায়ী টনসিলার ব্যথা জটিলতা হতে পারে যেমন:

  • অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। ঘুমের সময় শ্বাসনালী বন্ধ হয়ে যায় এবং শ্বাস-প্রশ্বাস ব্যাহত হয়।
  • টনসিলার সেলুলিটিসব্যাকটেরিয়া সংক্রমণ টনসিল টিস্যুর চারপাশে ছড়িয়ে পড়ে।
  • পেরিটনসিলার ফোড়া। পুঁজ ভর্তি পকেট গঠিত হয় এবং সংক্রমণ টনসিলের বাইরে ছড়িয়ে পড়ে।

উপসংহার

টনসিলাইটিস একটি সাধারণ অবস্থা এবং বেশিরভাগ শিশুদের প্রভাবিত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আপনার জানা দরকার টনসিলার ব্যথাউপসর্গ, প্রকার, কারণ, ঝুঁকি এবং জটিলতা থেকে শুরু করে রোগ নির্ণয় ও চিকিৎসার বিকল্পগুলি উপরে উল্লিখিত হয়েছে।

টনসিলাইটিস ভাইরাল বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে গলা ব্যথা, জ্বর ইত্যাদি হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারে। বেশ কিছু ঝুঁকির কারণ এবং জটিলতা, যেমন অল্প বয়স এবং জীবাণুর সংস্পর্শে প্রায়ই টনসিলার ব্যথা এবং জটিলতা, যেমন সেলুলাইটিস এবং ফোড়া যদি যত্ন না নেওয়া হয়।

যেহেতু টনসিলাইটিস সংক্রামক এবং ছড়িয়ে পড়তে পারে, তাই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য। প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভালো, তাই ভালো স্বাস্থ্যবিধি অভ্যাস করা উপকারী হতে পারে।

টনসিলার ব্যথা হলে উপরে উল্লিখিত ঘরোয়া প্রতিকারগুলি প্রয়োগ করা উপশম এবং প্রতিরোধে সাহায্য করতে পারে টনসিলার ব্যথা. যাইহোক, কোনো ওষুধ খাওয়ার আগে বা আপনার লক্ষণগুলির উন্নতি বা খারাপ না হলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করা নিশ্চিত করুন।

ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজের মেয়েকে (১৫) ধর্ষণের দায়ে বাবাকে (৪৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ড পাওয়া বাবা রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। রায়ের পর পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে আদালত থেকে তাঁকে জেলা কারাগারে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি কৌঁসুলি এম এম শাহজাহান প্রথম আলোকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিশোরী ধর্ষণ মামলায় তার বাবাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। সমাজে এ ধরনের ঘৃণিত অপরাধ আর যেন না হয়, এটা তাঁর আশা।

The last episode " Ashes in April "

 

9 – The Letter

A year later, the snow was melting early.

Arden stood in the doorway of his apartment, holding a small envelope with Elena’s handwriting on it. The postmark was dated the day before she died.

The world slowed as he opened it.

“Arden,

I’ve rewritten this a dozen times. I know there’s no version that doesn’t end with someone hurt. Maybe that’s the curse of love—if it’s real, it always comes with a wound.

You were my memory. My rhythm. You reminded me who I was before life got heavy. You gave me quiet. And I needed it more than I ever admitted.

Luca made me feel alive. Like maybe I could still become something more. Something braver. He painted the version of me I wanted to be. And that scared me, too.

If I chose one of you, I’d lose half of myself. I think that’s why I waited too long. I didn’t want to die, Arden. I just wanted silence. Just for a minute.

If there’s a place after this, I hope it’s a gallery, or a piano room, or a page of something unfinished.

Love you. Always. Both of you.


– E.”

Arden didn’t cry. He simply folded the letter and tucked it inside the manuscript.

That night, he walked to the gallery. It was closed, but he knew the code.

He turned on the single light above the portrait.

The paint hadn’t faded. Her eyes were still telling stories. The plaque beneath it read:

“Elena Rivera, 1996–2024
Ashes in April.”

He stood there for a long time, hands in his pockets, silence all around.

Outside, April was beginning again.


💔 THE END


বেসরকারি সংস্থা নেবে এডুকেশন অফিসার, অভিজ্ঞতা ছাড়াই আবেদন, প্রবেশনে বেতন ৪২,৬০০

 

বেসরকারি সংস্থা নেবে এডুকেশন অফিসার, অভিজ্ঞতা ছাড়াই আবেদন, প্রবেশনে বেতন ৪২,৬০০

বেসরকারি সংগঠন ‘আশা’ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘এডুকেশন অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। ১০ এপ্রিল প্রকাশিত এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন শুরু হয়েছে ১০ এপ্রিল থেকে। নিয়মিত বেতনের বাইরেও সংগঠনের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

পদের নাম: এডুকেশন অফিসার
পদসংখ্যা: ৮
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: ৪২,৬০০ টাকা প্রবেশন অবস্থায়। প্রবেশনের সময় এক বছর। সফলভাবে প্রবেশন শেষে আশার বেতন স্কেল অনুযায়ী বেতন ও সুযোগ সুবিধা পাবেন কর্মী।

আরও পড়ুন

অন্যান্য সুযোগ-সুবিধা

  • কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড

  • গ্র্যাচুইটি

  • বার্ষিক বেতন বৃদ্ধি

  • উৎসব ভাতা

  • বৈশাখী ভাতা

  • কর্মচারী গ্রুপ বেনিফিট ফান্ড।

আবেদনকারীর বয়স: ৩৫ বছরের মধ্যে হতে হবে

আবেদনের যোগ্যতা

  • সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে

  • এমএড থাকা প্রার্থীরা এ চাকরিতে অগ্রাধিকার পাবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২২ এপ্রিল ২০২৫ পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।


Israel intercepts almost all flotilla vessels trying to reach Gaza

  Israel’s navy boarded   vessels aiming to break the country’s blockade of Gaza , detaining hundreds of people including Swedish activist G...