বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক

 




স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডকে দুটি লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বিশ্বের অন্যতম ধনী এবং যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক বাংলাদেশে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করার অনুমতি পেল।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডকে দুটি লাইসেন্স হস্তান্তর করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টারলিংককে ১০ বছরের জন্য “নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স” ও “রেডিও কমিউনিকেশন অ্যাপারেটাস লাইসেন্স” দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের অনুমোদনক্রমে বিটিআরসি স্টারলিংককে এই দুটি লাইসেন্স প্রদান করে। প্রথম লাইসেন্সটি বিটিআরসির লাইসেন্সিং বিভাগ হস্তান্তর করেছে, যা স্টারলিংককে বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেবে। দ্বিতীয় লাইসেন্সটি দিয়েছে স্পেকট্রাম বিভাগ, যার মাধ্যমে স্টারলিংক অনুমোদিত তরঙ্গ ব্যবহার করে ইন্টারনেট সেবা দিতে পারবে এবং প্রয়োজনীয় বেতার যন্ত্র ও আনুষঙ্গিক উপকরণ আমদানি ও ব্যবহার করতে পারবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গতকাল সোমবার স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেন। পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব প্রথম আলোকে জানান, আগামী মে মাসের মাঝামাঝিতে বাংলাদেশে স্টারলিংকের সেবা চালু হতে পারে।

তিনি আরও জানান, স্টারলিংক স্থানীয় গেটওয়ে ছাড়াই সেবা চালুর অনুমতির জন্য আবেদন করেছে, যা সরকার ৯০ দিনের জন্য প্রদান করবে। পাশাপাশি তারা সেবার মূল্য নির্ধারণের (ট্যারিফ প্ল্যান) কাজ করছে এবং সে বিষয়ে শিগগিরই বিটিআরসিতে আবেদন করবে।

আরও সংক্ষেপে চাইলে জানাতে পারেন।

No comments:

Post a Comment

Israel intercepts almost all flotilla vessels trying to reach Gaza

  Israel’s navy boarded   vessels aiming to break the country’s blockade of Gaza , detaining hundreds of people including Swedish activist G...