আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামে ঢাকায় চাকরি

 

যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান, ফেমিনিস্ট ইকোনমিকস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় ইকোনমিক ইনক্লুশন অ্যান্ড জাস্টিসে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজারিয়াল বা নেতৃত্বের পর্যায়ে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। মার্কেট অ্যাসেসমেন্ট, জেন্ডার–ট্রান্সফরমেটিভ ভ্যালু চেইন ডেভেলপমেন্ট, জেন্ডার লেন্স ইনভেস্টিং, সোশ্যাল এন্টারপ্রাইজ অ্যান্ড এমএসই ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড টিভিইটি, ফুড সিকিউরিটি অ্যান্ড লাইভলিহুড, ক্যাপাসিটি অ্যাসেসমেন্ট ও ক্যাপাসিটি বিল্ডিংয়ে দক্ষ হতে হবে। পপুলার মোবিলাইজেশন, ফেমিনিস্ট রিসার্চ মেথোডলজি, পলিসি অ্যাডভোকেসি ও ক্যাম্পেইনে অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে।বিস্তারিত ,,,,,

No comments:

Post a Comment

Israel intercepts almost all flotilla vessels trying to reach Gaza

  Israel’s navy boarded   vessels aiming to break the country’s blockade of Gaza , detaining hundreds of people including Swedish activist G...