শাকিব খান ও বুবলীকে শেষবার কবে একসঙ্গে দেখা গেছে? মনে করাটা রীতিমতো দুরূহ হবে। একসময়ের তারকা জুটিকে দীর্ঘদিন পর একসঙ্গে পাওয়া গেল।
‘আমার বড় সন্তান আব্রাহামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছি। আব্রাহাম ও শেহজাদের জন্য সব সময় আমার ভালোবাসা আছে। আব্রাহামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি, আগামীতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।’ কথাগুলো দুই বছর আগে বলেছিলেন শাকিব খান। ‘প্রিয়তমা’ মুক্তির পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথাগুলো বলেন শাকিব খান। ওই সময়টায় অপু বিশ্বাস ও আব্রাহাম খান জয় বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। ছেলের সঙ্গে শাকিব খান ও অপু বিশ্বাসকে নিউইয়র্কে ঘোরাঘুরির পাশাপাশি পরিচিতজনদের দাওয়াতেও দেখা গেছে। ঠিক দুই বছরের মাথায় এবার যুক্তরাষ্ট্রে ছোট সন্তান শেহজাদকে নিয়েও ঘোরাঘুরি করতে দেখা যাবে শাকিব খানকে।
No comments:
Post a Comment